ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আজ থেকে শুরু হচ্ছে যশোর বইমেলা

প্রকাশিত: ০৪:০৪, ২৫ এপ্রিল ২০১৫

আজ থেকে শুরু  হচ্ছে যশোর বইমেলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শনিবার থেকে যশোর টাউন হল ময়দানে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ‘যশোর বইমেলা’। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় ‘যশোর বইমেলা’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে যশোর ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনজুরুর রহমান জানান, যশোর টাউন হল ময়দানে খুলনা বিভাগীয় এ বইমেলা ১২ দিন চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টল খোলা থাকবে। মেলায় ৬৮টি স্টল অংশ নেবে। এর মধ্যে ৭টি সরকারী ও ৬১টি বেসরকারী। তিনি আরও জানান, শনিবার বিকাল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির জানান, প্রতিদিন মেলা মঞ্চে থাকবে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের বরেণ্য লেখক সাহিত্যিক-কবি ও বুদ্ধিজীবী যেমন অংশগ্রহণ করবেন, তেমনি অংশগ্রহণ করবেন যশোরের কবি, লেখক ও বুদ্ধিজীবীও।
×