ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজবাড়ীতে ভাংচুর লুটপাট ॥ গুলিবিদ্ধসহ আহত ৪

প্রকাশিত: ০৪:০৪, ২৫ এপ্রিল ২০১৫

 রাজবাড়ীতে ভাংচুর  লুটপাট ॥ গুলিবিদ্ধসহ  আহত ৪

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২৪ এপ্রিল ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে শুক্রবার সকালে দুটি বসতঘর ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছে। আহতরা হলেন বাদশাহ মোল্লা ও তার ছেলে শরীফুল মোল্লা, মজনু এবং আঙুর বেগম। আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ২০১১ সালের নবেম্বর মাসে ওই গ্রামের বাসিন্দা পুলিশের এসআই আব্দুর রাজ্জাককে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পাতুরিয়া গ্রামের বেশ কয়েকজন সাক্ষী রয়েছেন। সাক্ষীদের ভয়ভীতি দেখাতে আসামি পক্ষের লোকজন এ হামলা চালায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
×