ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০৩, ২৫ এপ্রিল ২০১৫

কক্সবাজারে খাদ্য  নিয়ন্ত্রকের  বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ঘুষ, অনিয়ম, দুর্নীতির অভিযোগে কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ শাহ জামালের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কক্সবাজার জেলা সচেতন নাগরিক কমিটির পক্ষে সংগঠনের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত বাদী হয়ে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার বুধবার বাদীর জবানবন্দী রেকর্ড করে নালিশী দরখাস্তে আনীত অভিযোগ দুর্নীতি দমন কমিশনের পরিচালককে (অনুসন্ধান ও তদন্ত) তদন্ত করে ১৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। জেলা জজ আদালতে দায়েরকৃত মামলার আরজি সূত্রে জানা যায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ শাহ জামাল অনিয়ম, দুর্নীতি ও ঘুষ লেনদেনের মাধ্যমে সরকারী ক্রয় বিষয়ক নীতিমালা (পিপিআর) ভঙ্গ করে সম্পূর্ণ বেআইনীভাবে মেসার্স মোহনা এসএস এন্টারপ্রাইজ নামে একটি সংস্থাকে ঠিকাদার নিয়োগ দিয়েছেন। অথচ মোঃ শাহ জামালের তদন্তে মোহনা এন্টারপ্রাইজের দাখিলকৃত ব্যাংক পে-অর্ডার জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হয়েছিল। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত মোহনা এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত না করে পরস্পর যোগসাজশে ওই প্রতিষ্ঠানকে উল্টো পুরস্কৃত করে নতুনভাবে ঠিকাদার নিয়োগ করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।
×