ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে ভাঙ্গনের মুখে জমি বসতবাড়ি

প্রকাশিত: ০৪:০৩, ২৫ এপ্রিল ২০১৫

কক্সবাজারে ভাঙ্গনের  মুখে জমি বসতবাড়ি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে উখিয়ার রেজুখালের অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে নদীগর্ভে চলে যাচ্ছে বহু লোকের ভিটা, বসতবাড়ি ও ফসলি জমি। ফলে রেজুখাল সংলগ্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। অব্যাহত ভাঙ্গনে ঘর-বাড়ি রক্ষুসী রেজুখালের পেটে চলে যাওয়ায় ইতোমধ্যে কেউ কেউ সরকারি বনাঞ্চলে আশ্রয় নিয়েছে। বাপ-দাদার রেখে যাওয়া জমি-জমার আশায় অধিকাংশ পরিবার ত্রিপল দিয়ে খালের পাড়ে যাযাবরের মতো দিনযাপন করছে। আসন্ন বর্ষা মৌসুমে আরও শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। সোনারপাড়া এলাকায় সরে জমিনে ঘুরে দেখা যায়, রেজুখালের ভাঙ্গনে সহায় সম্বলহীন ১০-১৫টি পরিবারের বসতবাড়ি অর্ধেক নদীগর্ভে বাকি অর্ধেক স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নদীর পাড়ে। স্থানীয় বৃদ্ধ আজম উল্লাহ রশিদ আহাম্মদ বিধবা কুলছুমা খাতুন বলেন, বাপ দাদার শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে রয়েছিলাম এতদিন, তাও যে কখন রাক্ষুসে নদী গিলে খায় বলা যাচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, রেজুখালের ভাঙ্গন রক্ষার জন্য ইতোপূর্বে কয়েকবার সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি। রেজুখালের ভাঙ্গন প্রতিরোধ করতে হলে সেখানে অন্তত এক হাজার মিটার দীর্ঘ সুউচ্চ গাইড ওয়াল নির্মাণ করতে হবে। তা না হলে রেজুখালের ভাঙ্গন অব্যাহত থাকবে।
×