ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:০৩, ২৫ এপ্রিল ২০১৫

কুমিল্লায় ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার ॥ প্রতিবাদে সড়ক  অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ এপ্রিল ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রলীগের ক্যাডার ইলিয়াস মিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়িসংলগ্ন সালমানপুর এলাকা থেকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। এদিকে ইলিয়াসকে গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকরা দুপুর ২টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোর্টবাড়ি মোড়ে মহাসড়ক অবরোধ সৃষ্টি করে। এতে অবরোধস্থলের উভয়দিকে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হলে যাত্রীরা ভোগান্তির শিকার হন। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অবরোধস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাব সদর দক্ষিণ উপজেলার বদরপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের পুত্র মো. ইলিয়াসকে (২৫) একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।
×