ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকা-পটুয়াখালী রুটে ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ এপ্রিল ২০১৫

ঢাকা-পটুয়াখালী   রুটে ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৪ এপ্রিল ॥ এই ঝড়ের মৌসুমে ঢাকা ও পটুয়াখালী নৌ-রুটের লঞ্চগুলোতে প্রতিদিন হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। অভিযোগ রয়েছে, এ নৌ রুটে অধিকাংশ লঞ্চের ফিটনেস ও জীবন রক্ষাকারী ও আপতকালীন সরঞ্জামাদি নেই। বিআইডাব্লিউটিএ’র এক শ্রেণীর অসাধু কর্মকর্তকে ম্যানেজ করে এসব লঞ্চ চলাচল করছে। ফলে লঞ্চগুলো যে কোন সময় ঝড়ের কবলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জানা গেছে, ঢাকা-পটুয়াখালী নৌ রুটে ১৮টি দোতালা ও অভ্যন্তরীণ রুটে ১৫টি একতালা লঞ্চ চলাচল করছে। বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস হচ্ছে ঝড়-বর্ষার মাস। বিশেষ করে বৈশাখ মাসে ঝড় হয় বেশি। নদী থাকে প্রচ- উত্তাল। এর মধ্যে ঝুঁকি নিয়ে লঞ্চগুলো চলাচল করছে। অভিযোগ রয়েছে, আল ওয়ালিদ নামের একটি লঞ্চের ফিডনেস বাতিল করা হলেও রহস্যজনক কারণে সেটি এখনও চলাচল করছে। এ লঞ্চটির পূর্ব নাম ছিল রাজদূত-১। ফিটনেস বাতিলের পর নাম পরিবর্তন করে চালানো হচ্ছে। আবার যে সব লঞ্চের ফিটনেস রয়েছে, সে সব লঞ্চে ধারণক্ষমতার চেয়ে যাত্রী নেয়া হয় বেশি।
×