ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাটোরে অভয়াশ্রমের মাছ লুট

প্রকাশিত: ০৩:৪৫, ২৫ এপ্রিল ২০১৫

নাটোরে  অভয়াশ্রমের  মাছ লুট

সংবাদদাতা, নাটোর, ২৪ এপ্রিল ॥ নাটোরে রাতের আঁধারে বিষপ্রয়োগ করে আত্রাই নদীর গোয়ালঘাট অভয়াশ্রমের প্রায় ২০ লাখ টাকার মাছ করে লুট করেছে প্রভাবশালীরা। স্থানীয়রা জানান, দেশী মাছের ভা-ার হিসেবে খ্যাত জেলার নলডাঙ্গার আত্রাই নদীর গোয়ালঘাট অভয়াশ্রমে শুকনো মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে স্থানীয় মৎস্য অফিস। আর অভয়াশ্রমের দেখভালের দায়িত্ব দেয়া হয় স্থানীয় গোয়ালঘাট মৎস্যজীবী সমিতিকে। কিন্তু শুক্রবার গভীর রাতে মৎস্যজীবী সমিতির নেতা মুনছুর আলী, বিরেন হালদার, আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম যোগসাজশে অভয়াশ্রমে বিষপ্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ রাতের আঁধারে লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রশাসনকে জানালেও কোন কার্যকর ব্যবস্থা নেয়নি মৎস্য অফিস। মৎস্য অফিসের যোগসাজশে অভয়াশ্রমের মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে অভিযুক্তরা অভয়াশ্রমের মাছ নিধনের কথা অস্বীকার করেছেন।
×