ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি নিয়ে নদী পারাপার

হাতিয়ায় দুটি সী-ট্রাকই বিকল

প্রকাশিত: ০৩:৪৪, ২৫ এপ্রিল ২০১৫

হাতিয়ায় দুটি  সী-ট্রাকই  বিকল

সংবাদদাতা হাতিয়া নোয়াখালী ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম দুটি সী-ট্রাক দু’মাস ধরে বিকল রয়েছে। এ কারণে যাত্রীদের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি নিয়ে নদী পারপার হতে হয়। যেকোন মুহূর্তে বড় ধরনের নৌদুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট ও চরচেঙ্গা-চেয়ারম্যান ঘাট রুটে সী-ট্রাক দুটি গত দু’মাস ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের সী-ট্রাকটি মেরামত করে চালু করলে আজ থেকে তাও বিকল হয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। ফলে এ রুটে হাজার হাজার যাত্রী দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌযানে নদী পারাপার হতে বাধ্য হচ্ছে। যাত্রী পারাপার ছাড়াও প্রতিদিন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ওষুধ, ডাকবিভাগের ডাক, অফিসিয়াল বিভিন্ন জরুরী মালপত্র আনানেয়া হয়। কিন্তু সী-ট্রাক না থাকায় সকল জরুরী যোগাযোগ বন্ধ রয়েছে। হাতিয়া পোস্টমাস্টার মোঃ নুরুদ্দিন জানান, গত একমাসে হাতিয়াতে ডাক বিভাগের মালামাল এসেছে মাত্র দু’দিন। এতে গ্রাহকরা প্রচুর হয়রানির শিকার হচ্ছেন। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। সী-ট্রাকের ইজাদার প্রতিনিধি মোঃ নিপু জানান এ রুটে দুটি সী-ট্রাক ছাড়াও সরকারীভাবে সরবরাহকারী পুরাতন সকল সী-ট্রাকই বিকল অবস্থায় বিভিন্ন জায়গায় পড়ে আছে। একাধিকবার বিআইডব্লিউটিসি অফিসে যোগাযোগ করে নতুন সী-ট্রাকের আবেদন করলে ও কোন সাড়া পাওয়া যায়নি।
×