ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পোপ সেপ্টেম্বরে কিউবা যাচ্ছেন

প্রকাশিত: ০৬:১৬, ২৪ এপ্রিল ২০১৫

পোপ সেপ্টেম্বরে কিউবা  যাচ্ছেন

পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফরের পর আগামী সেপ্টেম্বরে কিউবা যাবেন। তিনি ওয়াশিংটন ও হাভানার মধ্যে কূটনৈতিক সম্পর্কের বরফ গলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভ্যাটিকান বুধবার এ খবর নিশ্চিত করেছে। কিউবায় বহু রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী বসবাস করেন। ফ্রান্সিস তৃতীয় পোপ হিসেবে হাভানা সফর করবেন। এর আগে ১৯৮৮ সালে দ্বিতীয় জন পল ও ২০১২ সালে ষোড়শ বেনেডিক্ট কিউবা সফর করেন। খবর এএফপি। আটাত্তর বছর বয়সী আর্জেন্টিনার নাগরিক পোপ ফ্রান্সিস ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে মধ্যস্থতা করেন। গত অক্টোবরে ভ্যাটিকানে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। গোপন সমঝোতার অংশ হিসেবে ২০১৪ সালের ডিসেম্বরে ওয়াশিংটন ও হাভানার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা আসে। ব্রাসেলস সফরকালে কিউবার পররাষ্ট্র মন্ত্রী ব্রুনো রড্রিগুয়েজ বলেন, কিউবায় পোপের উপস্থিতি স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘কিউবার জনগণ পোপকে উষ্ণ আতিথেয়তা প্রদান করবেন।’ পোপ ফ্রান্সিস লাতিন আমেরিকার নাগরিক হওয়ায় কিউবার গর্বের কথাও তিনি প্রকাশ করেন।
×