ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিবকে টি২০’তেও পেছনে ফেলার সুযোগ তামিমের!

প্রকাশিত: ০৬:১৫, ২৪ এপ্রিল ২০১৫

সাকিবকে টি২০’তেও পেছনে ফেলার সুযোগ তামিমের!

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে দুই বন্ধু সাকিব-তামিমের মধ্যে রানের যুদ্ধ চলছেই। এক সিরিজে তামিমকে পেছনে ফেলে দেন সাকিব। আরেক সিরিজে সাকিবকে পেছনে ফেলেন তামিম। পাকিস্তানের বিপক্ষে সিরিজে নামার আগে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে সাকিব যেমন তামিমকে পেছনে ফেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০০ রান করেছেন। এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে টানা দুই শতক করে সাকিবকে রানে পেছনে ফেলে দিয়েছেন তামিম। এখন সাকিবের যেখানে ওয়ানডে রান ৩৪.৮০ গড়ে ৪২১১, সেখানে তামিমের রান ৩১.৪৬ গড়ে ৪৪৩৭। এবার টি২০’তেও সেই লড়াই থাকছেই। টি২০’তে তামিমের রান এখন ২১.২৭ গড়ে ৭০২। আর সাকিবের ২২.৭৮ গড়ে সর্বোচ্চ ৭৫২। সাকিবকে পেছনে ফেলতে তামিমের আর বেশি নয়, ৫০ রান করতে হবে। তামিম তা করে ফেলতে পারলেই হয়। শুরুতেই যেহেতু তামিম ব্যাটিংয়ে নামবেন, তাই এ রান অতিক্রম করে বাংলাদেশের পক্ষে টি২০’তে সর্বোচ্চ রান করা সম্ভব তামিমের। তাতে করে দলেরই উপকার হবে। বিশ্বকাপে লাইমলাইটে ছিলেন বাংলাদেশের দুই তারা, মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। ব্যাট হাতে মাহমুদুল্লাহ, বল হাতে রুবেল জ্বলেছেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঝলক দেখিয়েছেন চার ক্রিকেটার। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহীম, সৌম্য সরকার ও বল হাতে আরাফাত সানি। আজ যখন পাকিস্তানের বিপক্ষে এক টি২০ খেলবে বাংলাদেশ, এ ম্যাচে জ্বলবেন কে? সেই প্রশ্ন এখন চতুর্দিকে ঘুরছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি২০ জিততে হলে যে কোনো একজন ক্রিকেটারকে বিশেষ ঝলক দেখাতেই হবে। ম্যাচের আগে অধিনায়ক মাশরাফির কথা শুনে মনে হচ্ছে, তামিম, সৌম্য, সাব্বিরেই বেশি মজে আছেন। টি২০ মারমুখী খেলা। ব্যাটিংয়ে শুরুতেই তামিম, সৌম্য ধুন্ধুমার ব্যাটিং করে কিছু করে দিলে ম্যাচ জেতাও সম্ভব। আর টি২০ স্পেশালিস্ট ব্যাটসম্যান সাব্বির তো আছেনই। তবে ব্যাট হাতেই শুধু নয়, বল হাতেও চমক দেখাতে হবে। সেখানে আবার নেই রুবেল হোসেন। তাকে বিশ্রামে রাখা হয়েছে। তাহলে মাশরাফিকেই হাল ধরতে হবে। তবে যার কথা না বললেই নয়, সেই সাকিব তো আছেনই। দ্রুত উইকেট পড়ে গেলে মুশফিক, সাকিবই মূল ভরসা। এক টি২০’র জন্য তৃতীয় ওয়ানডের দিনই দল ঘোষণা করা হয়েছে। যেখানে তামিম, রনি তালুকদার, সৌম্য সরকার, প্রথমবারের মতো লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি আছেন। এ ক্রিকেটারদের মধ্যে টি২০’তে ওয়ানডে সিরিজ নিজের করে নেয়া, টানা দুই ম্যাচে শতক করা তামিম, তৃতীয় ওয়ানডেতে শতক করা সৌম্যর দিকেই বেশি দৃষ্টি থাকছে। যদি এ দুইজন ব্যর্থ হন, সেক্ষেত্রে পরে মুশফিক, সাকিব, সাব্বিরেই সব ভরসা থাকবে। টি২০ বেশিরভাগ ব্যাটসম্যানদেরই খেলা। এ জন্য ব্যাটসম্যানদের দিকেই বিশেষ নজর থাকছে। তবে এখনও টি২০ না খেলা সৌম্যেই যেন বেশি আগ্রহ জাগছে। তৃতীয় ওয়ানডেতে কী খেলাই না খেলেছেন এ ব্যাটসম্যান। অবশ্য অভিজ্ঞদের নিয়েও ভাবতে হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি২০ সবচেয়ে বেশি খেলেছেন মুশফিকুর রহীম।
×