ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে ২ জনের মৃত্যু কালবৈশাখীতে লণ্ডভণ্ড রাজশাহী, বিদ্যুত বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ এপ্রিল ২০১৫

কিশোরগঞ্জে ২ জনের মৃত্যু কালবৈশাখীতে লণ্ডভণ্ড রাজশাহী, বিদ্যুত বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কালবৈশাখীর তা-বে আবারও ল-ভ- হয়ে গেছে রাজশাহী অঞ্চল। বুধবার রাতে দ্বিতীয় দফার কালবৈশাখীর ছোবলে মানুষের প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও আমবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে রাজশাহী নগরীসহ জেলায় বিদ্যুত বিচ্ছিন্ন। রাজশাহী বিসিক শিল্প এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। এছাড়া বিলবোর্ড ভেঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে অনেক এলাকায়। রাজশাহী জেলা স্টেডিয়ামের ফ্লাডলাইটের পোল ভেঙ্গে পড়েছে। নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জ সদরে ও বাজিতপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার ভোরে ঝড়ে সদর উপজেলার কর্শাকড়িয়াইল গ্রামে বড় রেন্ট্রিগাছ বসতঘরের ওপর পড়ে চাপা পড়ে ওই গ্রামের মৃত জুলমত খাঁর ছেলে কৃষক পিন্টু (৫৫) গুরুতর আহত হয়।
×