ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কক্সবাজারে গলে গেছে কোটি টাকার লবণ

প্রকাশিত: ০৪:৩৮, ২৪ এপ্রিল ২০১৫

কক্সবাজারে গলে গেছে কোটি  টাকার লবণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দেশের প্রধান লবণ উৎপাদনকারী জেলা কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে শ’শ’ একর লবণ মাঠ। পাশাপাশি ক্ষতি হয়েছে লবণ শিল্প কারখানারও। জেলার মানুষ বৃষ্টির আকাক্সক্ষা করলেও বুধবার মধ্যরাতে আচমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টিতে মাঠেই গলে গেছে লাখ লাখ টাকার লবণ। প্রখর রোদে তিলে তিলে গড়া লবণ মাঠ ও উৎপাদিত লবণের ব্যাপক ক্ষতি হওয়ায় মাথায় হাত দিয়েছে এ শিল্পের সঙ্গে জড়িত হাজারো শ্রমিক।
×