ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সান্তাহারে বিদ্যুতের তারে জড়িয়ে খালা ভাগিনীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৭, ২৪ এপ্রিল ২০১৫

সান্তাহারে বিদ্যুতের তারে জড়িয়ে  খালা ভাগিনীর  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৩ এপ্রিল ॥ বগুড়ার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামে ঝড়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে খালা ও ভাগিনীর মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই গ্রামের দক্ষিণ-পশ্চিম মাঠে গভীর নলকূপের বিদ্যুতের তার মঙ্গলবার রাতের ঝড়ে ছিঁড়ে ধানের জমিতে পড়ে যায়। বুধবার বিকেলে বৈশাখী (১০) নামের এক শিশু ঝড়ে পড়া আম কুড়াতে ওই স্থানে যায় এবং বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এদিকে সন্ধার পরও বৈশাখীকে বাড়িতে না পেয়ে তার খালা ওই গ্রামের এমদাদুল হকের স্ত্রী ও মৃত আবুল হোসেনের মেয়ে হেনা বেগম (৩৫) বৈশাখীকে খুঁজতে খুঁজতে ওই স্থানে যায় এবং মৃত ভাগিনীকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতের জড়িয়ে পড়েন। মৃত শিশু বৈশাখী নওগাঁর বালুভরা গ্রামের মোঃ আবুল কাসেম ওরফে বেলকাসেমের মেয়ে। বৈশাখীর মা বিদেশে এবং বাবা ঢাকায় থাকার কারণে সে মালশন গ্রামে নানা আজিম উদ্দিন ওরফে আজুর বাড়িতে বসবাস করছিল।
×