ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র

হালদায় ডিম ফোটানোর মহোৎসব

প্রকাশিত: ০৪:৩৫, ২৪ এপ্রিল ২০১৫

হালদায় ডিম  ফোটানোর  মহোৎসব

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৩ এপ্রিল ॥ দেশের একমাত্র এবং এশিয়ার বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে রেণু ফোটানোর মহোৎসব চলছে। সোমবার গভীর রাতে নদী থেকে ডিম আহরণের পর সরকারী হ্যাচারি ও সনাতন পদ্ধতির মাটির কুয়ায় ডিম ফোটানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডিম আহরণকারীরা। তবে আবহাওয়া গরম থাকায় ডিম আহরণকারীরা শঙ্কার মধ্যে রয়েছেন। হালদা নদীর হাটহাজারী উপজেলাস্থ মদুনাঘাট হ্যাচারি, শাহ মাদারী হ্যাচারি, মাছুয়াঘোনায় তিনটি সরকারী হ্যাচারি, বেসরকারী পর্যায়ে গড়ে ওঠা গড়দুয়ারা হ্যাচারি, মাদার্শা আমতুয়া, অংকুরীঘোনা, কান্তার আলীহাট, নতুন হাট, সিপাইর ঘাট, রামদাশ মুন্সীর হাট, বাড়ীয়াঘোনাসহ এসব এলাকায় ডিম ফুটানোর মহোৎসব চলছে। হাটহাজারী উপজেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, এবার আনুমানিক পানিসহ ৩শ বালতি ডিম আহরণ করা হয়েছে। যার পরিমাণ তিন হাজার কেজি হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এসব ডিম থেকে ৫শ’ কেজি রেণু উৎপাদিত হতে পারে।
×