ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের অন্তর্বর্তীকালীন জামিন বহাল

প্রকাশিত: ০৮:১৭, ২৩ এপ্রিল ২০১৫

মির্জা ফখরুলের অন্তর্বর্তীকালীন জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রয়েছে। হাইকোর্টের দেয়া এ জামিন আদেশের বিরুদ্ধে বুধবার রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলেও চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোন আদেশ দেননি। গত ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দৈত বেঞ্চ মির্জা ফখরুলকে ছয় মাসের এই অন্তর্বর্তীকালীন জামিন দেয়। সেই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে। এর বিরুদ্ধে বুধবার চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোঃ মোমতাজ উদ্দিন ফকির। মির্জা ফখরুলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।
×