ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশজুড়ে উৎসব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৬:১১, ২৩ এপ্রিল ২০১৫

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানকে ‘চুনকাম’ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও পাকিদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের ‘বাংলাওয়াশ’ করায় গোটা দেশ ভাসছে উচ্ছ্বাস আর আনন্দে। এ উৎসবে শামিল হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিবৃতিতে তাঁরা মাশরাফি বিন মর্তুজার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্যে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও টাইগারদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। দৈনিক জনকণ্ঠ পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন বিজয়ী বীর ক্রিকেটারদের। রাষ্ট্রপতি কৃতিত্বপূর্ণ সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দল, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করে বলেন, আশা করি এ বিজয়ের ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। পৃথক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, শেখ জামাল ধানম-ি ক্লাবের প্রেসিডেন্ট মনজুর কাদের, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অনেকে।
×