ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৃথিবীর সঙ্গে সংঘর্ষ

প্রকাশিত: ০৬:০৭, ২৩ এপ্রিল ২০১৫

পৃথিবীর সঙ্গে সংঘর্ষ

মহাবিশ্ব নিয়ে আমাদের জল্পনা-কল্পনার ইয়ত্তা নেই। যুগে যুগে বিজ্ঞানীরা পৃথিবী থেকে শুরু করে মহাবিশ্বের কত রহস্য উন্মোচন করেছেন, আর কত রহস্য অজানা রয়েছে তার হিসেব কষা বেজায় কঠিন। তবে ক্রমে ক্রমে বিজ্ঞানীরা অপার রহস্যের সন্ধানে সাফল্য লাভ করছেন। তাঁদের কাছে দিনদিন খোলাসা হয়ে যাচ্ছে বিশ্ব রহস্যের। এইতো সম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই পৃথিবীর অভ্যন্তর এত উত্তপ্ত কেন এবং কেনইবা পৃথিবীতে চৌম্বকক্ষেত্র তৈরি হলো তার নতুন একটি ব্যাখ্যা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাঁদের সাম্প্রতিক এক গবেষণাপত্রে জানিয়েছেন, আমাদের নবীন পৃথিবী গঠনের সময় বুধ গ্রহের সমান কোন একটি গ্রহের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। একই কারণে পৃথিবীর উপগ্রহ চাঁদের উৎপত্তি হয়েছে। এ ছাড়াও পৃথিবীতে দুর্লভ কিছু উপাদানের উপস্থিতির ব্যাখ্যাও এ তত্ত্বের মাধ্যমে দেয়া যায়। নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। বর্তমানে পৃথিবী গঠনের তত্ত্বগুলোয় গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের কথা বলা হয়। কিন্তু এতে পৃথিবীর অত্যন্ত গরম অভ্যন্তর ভাগ ও চৌম্বকক্ষেত্রের ব্যাখ্যা দেয়া সম্ভব হয়নি। গবেষকদের দাবি, বুধ গ্রহের সমান কোন গ্রহের সঙ্গে সংঘর্ষের ফলে পৃথিবীর সংঘর্ষের তত্ত্বটিতে এর ব্যাখ্যা দেয়া সম্ভব। পৃথিবীর সঙ্গে বুধ গ্রহের সমান ওই গ্রহের সংঘর্ষ ঘটেছিল ৪৫০ কোটি বছর আগে। ওই গ্রহ সালফারসমৃদ্ধ ছিল কিন্তু তাতে অক্সিজেন ছিল কম। পৃথিবীর সঙ্গে সংঘর্ষে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ও থোরিয়ামের মতো উপাদান সৃষ্টি হয়েছিল, যা পৃথিবীর কেন্দ্রে তাপ সৃষ্টির জন্য দায়ী। -সূত্র : ওয়েবসাইট।
×