ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার চট্টগ্রামে কুমকুম নারিকেল তেল

প্রকাশিত: ০৪:৩০, ২৩ এপ্রিল ২০১৫

এবার চট্টগ্রামে কুমকুম নারিকেল তেল

কেয়ার এসেনসিয়াল প্রডাক্টস্ লিমিটেডের পণ্য কুমকুম নারিকেল তেল এখন পাওয়া যাবে চট্টগ্রাম বিভাগে। খুলনা, রাজশাহী ও যশোরের মতো চট্টগ্রামেও পাওয়া যাবে কুমকুম নারিকেল তেল। সম্প্রতি চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই তেলের বাজারজাতকরণ শুরু হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান, ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ ওয়াসিম ও ব্র্যান্ড ম্যানেজার মহিউদ্দিন চৌধুরী। প্রাকৃতিকভাবে ১০০% বিশুদ্ধ ও বাংলাদেশে তৈরি কুমকুম নারিকেল তেল ৫০, ১০০ ও ২০০ এমএলের বোতলে পাওয়া যাচ্ছে। -বিজ্ঞপ্তি খুলনার উন্নয়নে অধিক অর্থ বরাদ্দ দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আসন্ন জাতীয় বাজেটে খুলনার উন্নয়নে অধিক অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। বুধবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবেব ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, পৃথিবীর সবচেয়ে বড় একক ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা অঞ্চলে অবস্থিত। এছাড়া বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ, উর্বর জমি, বিপুল পরিমাণে উৎপাদিত পাট, অন্যতম সমুদ্রবন্দর, ইপিজেড, উপকূলের সবচেয়ে গভীর এলাকা সোয়াচ অব নো গ্রাউন্ড- এসব কিছু থাকা সত্ত্বেও এ অঞ্চলের কাক্সিক্ষত উন্নয়ন আজও হয়নি।
×