ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মৌলবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীকে ভোট না দেয়ার আহ্বান

প্রকাশিত: ০৪:১৬, ২৩ এপ্রিল ২০১৫

মৌলবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীকে ভোট না দেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাসী ও মৌলবাদী গোষ্ঠীকে ভোট না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। তাঁরা বলেছেন, দেশবিরোধী শক্তিকে ভোট দিলে মৌলবাদ মাথাচাড়া দেবে। সমাজে অস্থিরতা বাড়বে। তাই এ থেকে সাবধান থাকার পরামর্শ সবার। বুধবার জাতীয় প্রেসক্লাবে লেনিনের ১৪৫তম জন্ম দিবস উপলক্ষে সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করতে উস্কানি দিচ্ছেন। লাভবান না হওয়ার আশঙ্কায় নির্বাচন থেকে সরে আসার ষড়যন্ত্র করছেন তিনি। বেগম জিয়ার নির্বাচনী কর্মিবাহিনীর প্রধান কর্মী হচ্ছে জামায়াত। জঙ্গী ও মৌলবাদী শক্তিকে সঙ্গে নিয়ে সিটি নির্বাচন থেকে সরে আসার জন্য তাঁর উস্কানিমূলক কর্মকা- দেশের মানুষের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক এমএম আকাশ, সাম্যবাদী দলের নেতা এম এ গণি, বাবুল বিশ্বাস ও ছাত্র আন্দোলনের সভাপতি মনজুর আহমেদ মিঠু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দিলীপ বড়ুয়া বলেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা ও পুঁজিবাদের কুফল থেকে রক্ষা পেতে বিশ্বায়নের এ যুগেও লেনিনবাদ অপরিহার্য। সমাজের সর্বত্র সমাজতন্ত্রের বিন্যাস না থাকায় মৌলবাদ আজ ভয়ানক আকার ধারণ করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, উপনিবেশবিরোধী সংগ্রামে লেনিনের আদর্শ মন্ত্রমুগ্ধের মতো কাজ করেছে।
×