ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বাড়ল ১৯ শতাংশ

প্রকাশিত: ০৩:০৫, ২৩ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে লেনদেন বাড়ল ১৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লোকসান বাড়ছেই। হাতে গোনা দু’একটি কোম্পানি ছাড়া বাকি নতুন-পুরনো সব ধরনের কোম্পানিরই দর কমছে। আগের দু’দিনের ধারাবাহিকতায় বুধবারও সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। তবে দুই বাজারেই লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ১৯ শতাংশ। এদিকে ঢাকার মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সেখানেও সব ধরনের সূচক কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে ৫২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৮৫ কোটি ৭৬ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। বুধবারে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর সূচকের ওঠানামা চলতে থাকে। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বুধবার ৩০ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ২৫২ পয়েন্টে। আর এটি গত ১৬ মাসের মধ্যে ডিএসইএক্স সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১৩ সালের ৩০ ডিসেম্বর এই সূচকের অবস্থান ছিল ৪ হাজার ২৬৬ পয়েন্ট। এদিন ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬২১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে : ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসিআই লিমিটেড, সাইফ পাওয়ারটেক, শাশা ডেনিমস, মবিল বাংলাদেশ, সামিট এ্যালায়েন্স পোর্ট, ইফাদ অটোস এবং বারাক পাওয়ার লিমিটেড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, জেমিনি সী ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, হামিদ ফেব্রিক্স, ইফাদ অটোস, সামিট পোর্ট এলায়েন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ন্যাশনাল টি ও সিভিও পেট্রো কেমিক্যাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঢাকা ব্যাংক, জাহিন টেক্সটাইল, এ্যাপেক্স ট্যানারি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এসিআই ফর্মুলেশন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রামীণ ২ ও পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মবিল যমুনা বাংলাদেশ, ইউনাইটেড এয়ার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, সাইফ পাওয়ার টেক, শাশা ডেনিমস, মোজাফফর হোসেন স্পিনিং, গ্রামীণফোন ও সিভিও পেট্রো কেমিক্যাল।
×