ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হংকংয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফের অসন্তোষ

প্রকাশিত: ০২:৪০, ২৩ এপ্রিল ২০১৫

হংকংয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফের অসন্তোষ

হংকংয়ের নেতৃত্ব নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত রোডম্যাপ বুধবার প্রকাশ করেছে নগর সরকার। এ পরিকল্পনায় কঠোরভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করার চীনা মনোভাব প্রাধান্য পেয়েছে। এই রোডম্যাপে কোন ধরনের ছাড় না থাকায় গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের মধ্যে ফের অসন্তোষ দানা বেঁধে উঠতে পারে। হংকং সরকারের দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ক্যারি লাম বলেছেন, গত আগস্টে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস যে নির্দেশ দিয়েছিল তা কঠোরভাবে মেনেই প্রধান নির্বাহী পদে ২০১৭ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটিই হবে প্রথম প্রকাশ্যে নির্বাচন। ওই নির্দেশে বলা হয়েছিল, প্রার্থীদের মনোনয়ন কমিটির মাধ্যমে বাছাইয়ের পর তাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে প্রধান নির্বাহী নির্বাচিত হবেন। এরপরই হংকংজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। স্মরণকালের বৃহত্তম এ বিক্ষোভ ও অবস্থান ধর্মঘটকালে আন্দোলনকারীরা আরও বেশি পরিসরে গণতন্ত্রের দাবি জানায়। অবাধ নির্বাচনের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচিত করার দাবিতে লাগাতার আন্দোলন হংকংয়ের জনজীবনকে স্তব্ধ করে দেয়। আগামী কয়েক মাসের মধ্যেই প্রস্তাবিত পরিকল্পনাটির বিষয়ে আইনপ্রণেতাদের ভোট নেয়া হবে এবং প্রস্তাবটি পাস হলে আবারও আন্দোলন শুরু হতে পারে বলে হুঁশিয়ার করেছেন বিশ্লেষকরা। বিক্ষোভকারীরা এই রোডম্যাপকে ভুয়া গণতন্ত্র বলেছে বলে অভিহিত করেছে। গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা বলেছেন, এর অর্থ হলো নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে না। এই আন্দোলনের কিশোর মুখ জোশুয়া ইয়ং বলেছেন, সরকারের এই রাজনৈতিক সংস্কারের প্যাকেজে আমরা সম্পূর্ণ হতাশ। -এএফপি, বিবিসি ও ওয়েবসাইট।
×