ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় নিহতদের পরিবারকে ৭ লাখ টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত: ০১:১৯, ২৩ এপ্রিল ২০১৫

আশুলিয়ায় নিহতদের পরিবারকে ৭ লাখ টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার॥ ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ′গভর্নর ড. আতিউর রহমান এ নির্দেশ দিয়েছেন। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) তহবিল থেকে এ টাকা দেওয়া হবে।′ গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে আশুলিয়ায় কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতদলের হামলায় শাখা ব্যবস্থাপকসহ ৭ জন নিহত হন। তারা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ (৪৫), নিরাপত্তারক্ষী বদরুল আলম (৩৮), ব্যাংকের গ্রাহক গ্লোরি অ্যাপারেলসের এমডি শাহাবুদ্দিন পলাশ (৪৮), ব্যাংক ভবনের নিচে ঝালমুড়ি বিক্রেতা নুরুজ্জামান জিল্লুর, আশুলিয়ার কুটুরি এলাকার মনির হোসেন (৬০), জমির (৩৮) এবং চাল বিক্রেতা নূর মোহাম্মদ। এসময় গণপিটুনিতে মারা যায় এক ডাকাত। এদিকে, ডাকাতির ঘটনার পর দেশের সব ব্যাংকে নিরাপত্তার বিষয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছেন গভর্নর।
×