ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের নিষেধ

প্রকাশিত: ০৭:৫৬, ২২ এপ্রিল ২০১৫

সাংবাদিকদের তথ্য  দিতে পররাষ্ট্র  মন্ত্রণালয়  কর্মকর্তাদের  নিষেধ

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিকদের কোন তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিষেধ করা হয়েছে। কোন কর্মকর্তা সাংবাদিকদের তথ্য সরবরাহ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগ থেকে গত ৮ এপ্রিল এক অফিস আদেশে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গণযোগাযোগ মাধ্যমের সংযোগ ও তথ্য বিনিময়ের জন্য একটি ব্যবস্থা রয়েছে। এ লক্ষ্যে বহির্প্রচার অনুবিভাগ নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে তথ্য বাতায়ন হিসেবে কাজ করে থাকে। এ প্রেক্ষিতে কোন কর্মকর্তাকে ব্যক্তিগত পর্যায়ে উক্ত অনুমোদিত ব্যবস্থাপনার বাইরে অনানুষ্ঠানিকভাবে কোন সংবাদ মাধ্যমের সঙ্গে দাপ্তরিক বিষয়ে আলাপচারিতা হতে বিরত থাকার জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্দেশনা প্রদান করা হচ্ছে। এই নির্দেশনা প্রতিপালনে কোনরূপ ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আদেশের কপি বিদেশের বিভিন্ন দূতাবাস ও ফরেন সার্ভিস একাডেমিতেও পাঠানো হয়েছে। সেখানেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
×