ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রতি মাসে ৮০ কোটি

প্রকাশিত: ০৬:১৬, ২২ এপ্রিল ২০১৫

প্রতি মাসে ৮০ কোটি

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। ফেসবুকে হোয়াটসঅ্যাপ সিইও জান কোউম জানান, প্রতি মাসে ৮০ কোটি সক্রিয় ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করেন। বিনামূল্যে মেসেজ পাঠানোসহ স্কাইপ বা ভাইবারের মতো ভয়েস কলিং ফিচারও রয়েছে এতে। অক্টোবর মাসে এক হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। -জি নিউজ পাখির বাসার ওজনে... গাছের উপর ২০ ফুট লম্বা, ১৩ ফুট চওড়া বাসা। ওজন ২০০০ পাউন্ডের বেশি এবং স্থায়িত্ব প্রায় ১০০ বছর। মোটা ঘাস, পাখির পালক, তুলো, খড়কুটো আর গাছের ডাল দিয়ে তৈরি হয় এই বাসা। তবে সমস্যা হলো বাসাটি অক্ষুণ্ণ থাকলেও এর ওজনে আশ্রয়দাতা গাছটি প্রায়ই ভেঙ্গেও পড়ে। এমন বাসা তৈরি করে সোসায়েবল ওয়েভার পাখি, যা বাবুই পাখির মতো। এর বাস দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। একটি বাসায় শতাধিক ছোট ঘর থাকে এবং এতে তিন শ’ থেকে চার শ’ পাখি বাস করে। -ওয়েবসাইট
×