ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিসিএল লঙ্গারভার্সন

ফিরেই ব্যাট হাতে ঝলক দেখালেন এনামুল

প্রকাশিত: ০৬:০২, ২২ এপ্রিল ২০১৫

ফিরেই ব্যাট হাতে ঝলক দেখালেন এনামুল

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝখানে দেশে ফিরে আসতে হয়েছিল। স্কটল্যান্ডের বিরুদ্ধে কাঁধে ব্যথা পেয়েছিলেন ফিল্ডিংয়ের সময়। অস্ত্রোপচার করানোর কারণে সেরে ওঠেননি বলে চলমান ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিরুদ্ধেও খেলা হচ্ছে না। তবে ইতোমধ্যেই সেরে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। ফিরেছেন ম্যাচেও। আর প্রত্যাবর্তনেই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন এ তরুণ। মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রথম শ্রেণীর ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) ৯৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার দারুণ এ ইনিংসের কল্যাণে বিসিবি উত্তরাঞ্চলের বিরুদ্ধে ফতুল্লায় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল চারদিনের ম্যাচের প্রথম দিনে ৮ উইকেটে তুলেছে ২৫৫ রান। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে দক্ষিণাঞ্চল। তবে দলীয় ১৩ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় তারা। প্রথম থেকেই দুর্দান্ত বোলিং করছিলেন আরিফুল হক। একের পর এক উইকেট হারিয়ে ১৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে দক্ষিণাঞ্চল। তবে একপ্রান্ত আগলে ছিলেন এনামুল। পঞ্চম উইকেটে ১৪২ রানের জুটি গড়েন তিনি নুরুল হাসানের সঙ্গে। নুরুল ৭৮ রান করে ফিরে যান। তবে এরপরও এনামুল ছিলেন। তিনি ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ২২৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৪ রান করে ফিরে যান তিনি। জিয়াউর রহমান ৩৮ রানের একটি ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শেষ করে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের পক্ষে ৪৮ রানে দখল করেন ৬ উইকেট। স্কোর ॥ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল চারদিনের ম্যাচ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ প্রথম দিন শেষে-২৫৫/৮; ৯০ ওভার (এনামুল ৯৪, নুরুল ৭৮, জিয়া ৩৮; আরিফুল ৬/৪৮)।
×