ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কেকেআর-হায়দরাবাদ, বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচ আজ

প্রকাশিত: ০৫:৫৮, ২২ এপ্রিল ২০১৫

কেকেআর-হায়দরাবাদ, বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার দিল্লী ডেয়ারডেভিলসকে সহজেই হারিয়েছে কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। চার খেলায় তিন জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গৌতম গাম্ভীর বাহিনীর মুখোমুখি আজ সানরাইজার্স হায়দরাবাদের। বিশাখাপত্তমে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। রাত সাড়ে আটটায় অপর ‘হাইপ্রোফাইল’ ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করে কেকেআর। কিন্তু পরের ম্যাচেই বেঙ্গালুরুর কাছে হেরে বসে ৩ উইকেটে। ধাক্কা খেয়ে কানে পানি ঢোকে চ্যাম্পিয়নদের। যেন গা ঝাড়া দিয়ে ওঠে গাম্ভীর বাহিনী। টানা দুই জয়ে রেসে ফেরে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেটে হারানোর পর শেষ ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসকে নিয়ে ছেলেখেলা করে তারা! ৬ উইকেটের বিশাল জয়ের পথ তৈরি করে দেন বোলাররা। উমেশ যাদব, মরনে মরকেল ও পিযুষ চাওলার দুরন্ত বোলিংয়ে দিল্লীকে ১৪৬ রানে আটকে রাখার পর ৬ উইকেট হাতে রেখেই তা টপকে যায় কেকেআর। চমৎকার ব্যাটিং করেন গাম্ভীর। ৪৯ বলে ৮ চারের সাহায্যে ৬০ রান করে আউট হন তিনি। আগের চার ম্যাচে কেকেআর অধিনায়ক করেন যথাক্রমে ৫৭, ৫৮ ও ১১ রান। ২৬ বলে অপরাজিত ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেন ইউসুফ পাঠানও। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পেসার যাদব। কেকেআরের জন্য আরও স্বস্তির বিষয় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সুনিল নারাইন আগের ম্যাচে ভাল বোলিং করেছেন। পাঞ্জাবকে হারানোর পথে সেদিন ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। রান পেয়েছিরেন মানিষ পা-ে ও পাঠানের মতো দুই স্থানীয় ব্যাটসম্যান। আছেন রবিন উথাপ্পা, উমেশ যাদব ও মরনে মরকেলরা। সুতরাং জয়ের ধারা অব্যাহত রাখতে আজ ফেবারিট কেকেআর। চার খেলায় তিন হারের বিপরীতে একটি জয় প্রতিপক্ষ হায়দরবাদের। বেঙ্গালুরুকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ডেভিড ওয়ার্নারের দল। ফ্র্যাঞ্জাইজিটিতে আছেন শিখর ধাওয়ান, রবি বোপারা, কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টের মতো তারকা। অপর ম্যাচে নিশ্চিতই এগিয়ে থাকবে চেন্নাই। চার খেলায় তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ধোনির দল। ধোনি ছাড়া দলটিতে আছেন সুরেশ রায়না, ফাফ ডুপ্লেসিস, ডোয়াইন ব্রাভো, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরার মতো পারফর্মার। যদিও নিজেদের শেষ ম্যাচে অপরাজেয় রাজস্থান রয়্যালসের কাছে ৮ উইকেটের বড় হারের স্বাদ পেতে হয় ধোনিদের! তারকায় ঠাসা কোহলির বেঙ্গালুরুর অবস্থা খুবই খারাপ। তিন ম্যাচের দুটিতে হার নিয়ে আট দলের লড়াইয়ে সবার নিচে তারা! হায়দরাবাদের কাছে ৮ উইকেটে ও মুম্বাইর কাছে ১৮ রানের বড় ব্যবধানে হারে বেঙ্গালুরু। ৩ উইকেটের একটি জয় পায় কেকেআরের বিপক্ষে।
×