ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আজকের ম্যাচের জন্যও প্রস্তুত টাইগাররা

প্রকাশিত: ০৫:৫৮, ২২ এপ্রিল ২০১৫

আজকের ম্যাচের জন্যও প্রস্তুত টাইগাররা

মোঃ মামুন রশীদ ॥ ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে। অথচ বাকি এক ম্যাচ। সিরিজ জয়ের পর আজ তৃতীয় ওয়ানডেতে দারুণ সুযোগ বাংলাদেশের জন্য দলে পরীক্ষা-নিরীক্ষা চালানোর। কিন্তু বাংলাদেশের স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে জানালেন র‌্যাঙ্কিংয়ে উন্নতির দিকে মনোযোগী এখন বাংলাদেশ। সে জন্য সব ম্যাচে জেতাটা অতীব জরুরী। তাই জয়ী একাদশে পরিবর্তন আনার তেমন চিন্তা নেই। তবে আসল কথা হচ্ছে আজ তৃতীয় ওয়ানডে জিতলে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে কোন পরিবর্তন আসবে না, পরিবর্তন হবে রেটিংয়ে। রেটিং ২ বেড়ে গিয়ে হবে ৮১। আর পাকিস্তানের আরও ১ কমে দাঁড়াবে ৯২। সেক্ষেত্রে অবনমন হবে পাকিদের। ৭ থেকে আটে নেমে যাবে পাকরা এবং সাতে উঠবে ওয়েস্ট ইন্ডিজ। আর ৯ নম্বরেই বাংলাদেশ। কিন্তু ভবিষ্যতে জিততে থাকলে বছরের শেষদিকে দারুণ সুযোগ তৈরি হবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার। ভবিষ্যতের সেই চিন্তাটাই এখন বাংলাদেশ দলের। কারণ র‌্যাঙ্কিংয়ে আটে উঠতে পারলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে টাইগাররা। মঙ্গলবার বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনের আগে এমনটাই জানালেন কালপাগে। পাকিস্তানের বিরুদ্ধে অনেক পুরনো খেদ জমা হয়ে ছিল বাংলাদেশ দলের মধ্যে। কারণ চলমান সিরিজের আগে গত ১৬ বছরে তাদের হারাতে পারেনি। এবার টানা দুই ম্যাচ জিতে আগেভাগেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের দখলে নিয়ে নিয়েছে টাইগাররা। ক্রিকেটাররাও দারুণ ফুরফুরে মেজাজে আছেন। এ বিষয়ে কালপাগে বলেন, ‘আমি মনে করি ছেলেরা সত্যি খুবই ভাল করছে বিশ্বকাপ থেকে। সুতরাং তারা সবাই খুবই খুশি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে। এখন তারা তৃতীয় ওয়ানডের দিকে মনোযোগী।’ বাংলাদেশ দল জিতে যাওয়ার কারণে একটুও বিস্মিত হননি কালপাগে। এর কারণ দলগতভাবে দারুণ সংঘবদ্ধ হয়ে উঠেছে টাইগাররা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একটুও আশ্চর্য হইনি। তবে যেভাবে তারা উন্নতি করেছে সেটা দেখে আমরা অনেক খুশি। সবাই জানে বাংলাদেশে অনেক মেধাবী ক্রিকেটার আছেন। এখন কেউ ব্যর্থ হলে আরেকজন ঠিকই এগিয়ে আসেন। এটা দল হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তামিম দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং সে কারণে আমরা সবার ওপরই এই মুহূর্তে সন্তুষ্ট।’ সিরিজ জেতার পর এবার পরীক্ষা-নিরীক্ষার সুযোগ এসেছে। রনি তালুকদার অভিষেকের অপেক্ষায় আছেন। নিয়মিত হতে পারছেন না মুমিনুল হক। কিন্তু সেটা করার দিকে তেমন আগ্রহ নেই বাংলাদেশ দলের। এর কারণ ভবিষ্যতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি। কালপাগে এ বিষয়ে বলেন, ‘আমাদের ওয়ানডে র‌্যাঙ্কিং ভাল করাটা খুব জরুরী। সুতরাং এটা কোন পরীক্ষা-নিরীক্ষার সময় নয়। আমরা সবসময়ই র‌্যাঙ্কিংয়ের দিকে তাকিয়ে আছি। আমি মনে করি আগামীকালের খেলাটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সব ম্যাচ জেতা দলের জন্য খুব জরুরী। কারণ শুধু সেক্ষেত্রেই আমরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠে আসতে পারব। আমি মনে করি এটা খুব ভাল সুযোগ এবং আমরা যদি এই জয়ী একাদশ নিয়েই খেলতে পারি সেটা বাংলাদেশ ওয়ানডে দলের ভবিষ্যতের জন্য বেশ ভাল হবে।’ দলের বোলিং নিয়েও সন্তোষ জানালেন কালপাগে, ‘আমাদের ব্যাটিংয়ে যেমন উন্নতি হয়েছে স্পিনারদেরও হয়েছে। গত ম্যাচে আমরা দেখেছি সাকিব-সানির কেউ ১০ ওভার বোলিং করেননি। কিন্তু তাসকিন-রুবেল অনেক ওভার বোলিং করেছেন। নাসির আমার সঙ্গে দীর্ঘদিন একাডেমিতে আছেন। আমরা সবাই জানি তিনি খুব ভাল এক অলরাউন্ডার। সুতরাং যখন কোন খেলোয়াড়ের আত্মবিশ্বাস থাকবে তখন তিনি অনেক কিছুই সঠিক পথে করতে পারবেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে তিনি বিশ্বকাপে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। দলগতভাবে আমরা সত্যিই অনেক ভাল করছি এবং অধিনায়কও অনেক বিকল্প খুঁজে পেয়েছেন। সাকিব-নাসির ব্যাটসম্যান হিসেবে খেলছেন যারা ভাল বোলিং করতে পারেন। এটা দলের জন্য খুবই ভাল। আমরা প্রত্যাশা করছি সাব্বিরকেও বোলিং করা দেখতে। কাজেই যখন আমরা তিনজন ভাল ব্যাটসম্যান পাব যাদের আবার ভাল বোলিং করার ক্ষমতা আছে সেটা সত্যিই ভাল একটা সমন্বয় তৈরি করে।’ জয়ের একটি ছন্দ তৈরি হয়েছে। ক্রিকেটাররাও বেশ আত্মবিশ্বাসী এখন। এই ছন্দটা ভবিষ্যতে র‌্যাঙ্কিং বাড়াতে জরুরী। এ বিষয়ে কালপাগে বলেন, ‘র‌্যাঙ্কিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই খুব বেশি পরিবর্তনের দিকে মনোযোগী হব না। খেলোয়াড়রা পরিকল্পনা অনুসারেই মনোভাব দেখাচ্ছেন এবং এটা খুব ভাল যে সঠিক পথেই সবকিছু হচ্ছে।’
×