ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধীদের কর্মশালা

প্রকাশিত: ০৪:৩০, ২২ এপ্রিল ২০১৫

প্রতিবন্ধীদের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২১ এপ্রিল ॥ বিশ্ব অটিজম সপ্তাহ উপলক্ষে মির্জাপুরে প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের নিয়ে দিনব্যাপী অটিজম এ্যান্ড ডিজএ্যাবিলিটির ওপর কর্মশালা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে লার্ন এন লিভ ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম আহমেদ। স্যানিটেশন বিষয়ক প্রোগ্রাম নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ এপ্রিল ॥ বাংলাদেশে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রণীত গাইবান্ধায় হাইজিন প্রসারের জাতীয় কৌশলপত্র অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ এহছানে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হিরু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোখলেছুর রহমান, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, আশরাফুল মমিন খান, শামছুল আলম প্রমুখ। শিশু বিবাহ বন্ধে কর্মশালা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘শিশু বিবাহ বন্ধে জন্মনিবন্ধনের গুরুত্ব’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের হেড অব জোন মোঃ কফিলউদ্দীন এবং ইউনিসেফের জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট কনসালটেন্ট রোশনি বসু। গম সংগ্রহের উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ এপ্রিল ॥ মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর রানীনগরে সরকারিভাবে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান।
×