ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিকূলতার মধ্যে প্রবৃদ্ধি অর্জন অব্যাহত ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৫, ২২ এপ্রিল ২০১৫

প্রতিকূলতার মধ্যে প্রবৃদ্ধি অর্জন অব্যাহত ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রয়েছে। আর সেই ধারাতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতে উৎপাদনশীলতা বাড়াতে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার অব এক্সিলেন্সি ফর বাংলাদেশ এ্যাপারেল ইন্ডাস্ট্রি (সিবাই) আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের এ্যাপারেল সেক্টরের অগ্রগতি বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়তে থাকবে। আমরা আশা করছি ২০৫০ সালে দেশের এ্যাপারেল সেক্টর থেকে ৫০ বিলিয়ন ডলার রফতানি আয় সম্ভব হবে। রানা ট্র্যাজেডির পর সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। বিদেশী সংস্থাগুলোও তাদের সহযোগিতার বৃদ্ধি করেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে আইএলও সন্তোষ প্রকাশ করেছে। এমন সব ঘটনার পরও বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বাংলাদেশের উন্নয়নের খবর প্রকাশিত হচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, এ্যাপারেল সেক্টর একটি ট্রেনিং বেইজ প্রতিষ্ঠান। এখানে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, কোম্পানির কর্ম পরিবেশ সম্পর্কিত বিষয়গুলোতে গুরুত্ব দেয়া উচিত। তিনি বলেন, এই গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যম প্রশিক্ষিত শ্রমিক তৈরি করা সম্ভব হবে। দক্ষ শ্রমিকের মাধ্যমে এ খাতের উৎপাদন বাড়বে। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতে শেয়ার ৫ শতাংশ। ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করতে হলে এই হারকে ৮ শতাংশে উন্নীত করতে হবে। আর এই লক্ষ্যমাত্রা অর্জনে সিইবিএআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সিইবিএআই’র কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার। কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমাদের রফতানি আয়ের প্রবৃদ্ধি ভাল।
×