ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যারিকোর সভা আজ

প্রকাশিত: ০৪:২৪, ২২ এপ্রিল ২০১৫

ম্যারিকোর সভা আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এই কোম্পানির বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কোম্পানির ৩১ মার্চ ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই সময়ে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ প্রদানের সুপারিশ আসতে পারে। ২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৯০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪৩ টাকা ৯৯ পয়সা। উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। হাক্কানী পাল্পের পরিচালকের শেয়ার হস্তান্তর অর্থনৈতিক রিপোর্টার ॥ পেপার এ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানী পাল্প এ্যান্ড পেপারের উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। গোলাম সরোয়ার নামের এক উদ্যোক্তা ৪ লাখ ১০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গোলাম সরোয়ারের কাছে কোম্পানির মোট ৮ লাখ ৩০ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার তাঁর বাবা এমএ কাদেরকে হস্তান্তর করবেন। এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করতে পারবেন।
×