ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মমতা বন্দ্যোপাধ্যায়, শচীন টেন্ডুলকর ও শাহরুখ খানের শোক

প্রকাশিত: ০৫:৩৮, ২১ এপ্রিল ২০১৫

মমতা বন্দ্যোপাধ্যায়, শচীন টেন্ডুলকর ও শাহরুখ খানের শোক

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুটা এখনও ক্রিকেটপ্রেমীদের চোখে ভাসে। এবার বাইশ গজে প্রাণ হারালেন কলকাতার অনুর্ধ-১৯ দলের অধিনায়ক অঙ্কিত রাজ কেশরী। ইস্টবেঙ্গলের এই ক্রিকেটার গত শুক্রবার ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচে ফিল্ডিং করার সময় মাথা ও ঘাড়ে চোট পায়। ডিপকভার অঞ্চলে ফিল্ডিং করছিল সে। লাল-হলুদেও বোলার সৌরভ ম-লের বলে নেয়া ভবানীপুরের ব্যাটসম্যানের শটকভার অঞ্চলে ক্যাচ ধরতে এগিয়ে আসে অঙ্কিত। একই সময় ক্যাচ ধরতে এসে অঙ্কিতের সঙ্গে ধাক্কা লাগে সৌরভের। বল ধরেতে গিয়ে একে অপরের ধাক্কায় দু’জনেই ছিটকে পড়ে যান মাঠে। সৌরভ উঠে দাঁড়ালেও ওঠেননি অঙ্কিত। সকলেই ছুটে এসেছিল অঙ্কিতকে দেখতে। সৌরভের হাঁটু গিয়ে লাগে অঙ্কিতের ঘাড়ে। যে কারণে নিঃশ্বাসও পড়ছিল না অঙ্কিতের। মুখে মুখ লাগিয়ে কৃত্রিমভাবে হাওয়া দিয়ে অঙ্কিতের জ্ঞান ফেরান সতীর্থরা। এরপরেই অঙ্কিতকে সল্টলেক আমরিতে নিয়ে যাওয়া হয়। ওই দিন ২টা ৪৫ নাগাদ অঙ্কিতকে আমরিতে ভর্তি করা হয়। সিটি স্ক্যান করার পরেই তাকে আইসিউতে ভর্তি করা হয়। সেখানে সিএবির তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল অঙ্কিতের। কিন্তু সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অনুর্ধ-১৯ দলের ডানহাতি এই ব্যাটসম্যান। মুত্যুর পরই তাকে দেখতে হাসপাতালে ভিড় করে ইস্টবেঙ্গলের সতীর্থরা। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এই ঘটনায় কলকাতার ক্রিকেটে নেমে আসে শোকের ছায়া। সিএবি ও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অঙ্কিত ও তার পরিবারকে সহানুভূতি জানানো হয়েছে। প্রতিভাবান এই ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
×