ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসিএল লংগারভার্সন শুরু আজ

প্রকাশিত: ০৫:৩৮, ২১ এপ্রিল ২০১৫

বিসিএল লংগারভার্সন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) প্রথমবারের মতো ওয়ানডে ফরমেটে আয়োজিত হয়। তাতে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। আজ শুরু হচ্ছে লীগের লংগারভার্সন ফরমেটের খেলা। লংগারভার্সনের তৃতীয় আসর হবে এটি। চারদিনের এ লীগে প্রথম ম্যাচেই প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল লড়াই হবে। খেলাটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগেই জানা ছিল, লংগারভার্সন আসরে খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। যদিও পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথমবার আয়োজিত বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে খেলেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। এবার লংগারভার্সনে খেলতে পারবেন না। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকবে। তবে সিঙ্গেল লীগ পদ্ধতির এ লীগে যারা টেস্ট দলে থাকবেন না, তারা খেলবেন। লীগে চ্যাম্পিয়ন হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল। সিঙ্গেল লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। লংগারভার্সন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চলের। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল খেলবে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে। দুটি দল এরইমধ্যে ঘোষণাও করেছে বিসিবি। যারা প্রথম ম্যাচে মুখোমুখি হবে, সেই দুটি দল ঘোষণা করা হয়েছে। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল দলÑ ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, মিঠুন আলী, তুষার ইমরান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, সৈকত আলী, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এনামুল হক জুনিয়র ও আসিফ আহমেদ। বিসিবি উত্তরাঞ্চল দলÑ নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিক, মাহমুদুল হাসান, মায়শুকুর রহমান, তৌহিদ তারেক, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, মুক্তার আলী, দেলোয়ার হোসেন, সাকলাইন সজীব, হামিদুল ইসলাম, আরিফুল হক, ফরহাদ হোসেন ও মিজানুর রহমান।
×