ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাফুফের সঙ্গে চুক্তি

প্রিমিয়ার ফুটবল চ্যানেল নাইন-এ

প্রকাশিত: ০৫:৩৭, ২১ এপ্রিল ২০১৫

প্রিমিয়ার ফুটবল চ্যানেল নাইন-এ

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৭ এপ্রিল থেকে ১১ ক্লাবকে নিয়ে শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৪-১৫’। দুই পর্বের এই লীগে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এ পর্যন্ত (সোমবার খেলা শুরুর আগ পর্যন্ত) খেলা হয়ে ১৬টি। অথচ কোন চ্যানেলেই লীগের খেলা সরাসরি সম্প্রচার করা হয়নি। তবে এখন থেকে হবে। চলমান এ লীগের খেলা সরাসরি সম্প্রচারের লক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে বেসরকারী টেলিভিশন ‘চ্যানেল-৯’-এর এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন সোমবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, প্রফেশনাল ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, চ্যানেল ৯-এর হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস্ নুরুল ইসলাম খসরু, হেড অব প্রোগ্রাম এ্যান্ড ইভেন্ট তানভীর খান, মান্যবর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ইসলাম চৌধুরী, জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন আহমেদ, ম্যানেজিং পার্টনার মশিউর রহমান অপু, কেএফসির পক্ষে জাহিদুল আলম, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সহকারী ম্যানেজিং ডিরেক্টর মেজর সৈয়দ ওবায়দুল করিম (অব) এবং ট্রেজারার্স সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফজলে এলাহী। সংবাদ সম্মেলনে জানানো হয়, লীগের প্রথম পর্বের ১৩ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। আর লীগের গুরুত্বপূর্ণ ২৫-৩০ ম্যাচও তারা সম্প্রচার করবে। এছাড়া ইন্দো বাংলা বাংলাদেশ গেমস স্থগিত হয়ে যাওয়ার কারণে খেলার সময়সূচীতেও খানিকটা পরিবর্তন আসবে। লীগের দ্বিতীয় পর্বের খেলা ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী খেলা সম্প্রচার করতে পারে চ্যানেল নাইন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া নয়, আগামী ২৩ এপ্রিল থেকেই সরাসরি খেলা দেখাতে পারে চ্যানেল নাইন।
×