ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেবাননের উদ্দেশে নৌবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ

প্রকাশিত: ০৫:৩০, ২১ এপ্রিল ২০১৫

লেবাননের উদ্দেশে নৌবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য নৌবাহিনী প্রধান ভাইস এ্যাডমিরাল এম ফরিদ হাবিব সোমবার দুপুরে লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে নৌপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল লেবাননে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ পরিদর্শন করবেন। এ সময় তিনি জাহাজ দু’টিতে কর্মরত নৌসদস্যদের উদ্দেশে ইউনিফিলে মেরিটাইম টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখবেন। এছাড়া নৌপ্রধান ইউনিফিল সদর দফতরে মেরিটাইম টাস্কফোর্সের কমান্ডার এবং মিশন প্রধান ও ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পরে তিনি লেবাননের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ (নৌ) এবং বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। -আইএসপিআর
×