ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাল ব্যবহার করে রোগীর সন্তুষ্টি নিশ্চিত করতে হবে ॥ অধ্যাপক ডাঃ কামরুল

প্রকাশিত: ০৫:৩০, ২১ এপ্রিল ২০১৫

ভাল ব্যবহার করে রোগীর সন্তুষ্টি নিশ্চিত করতে হবে ॥ অধ্যাপক ডাঃ কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, রোগীরা অনেক কষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করলে রোগ অর্ধেক ভাল হয়ে যায়। হাসিমুখে কথা বললে রোগীর কষ্ট অনেকটাই দূর হয়ে যায়। তাই মনের ভেতর যতই কষ্ট থাক হাসিমুখে কথা বলে ভাল ব্যবহারের মাধ্যমে রোগীর সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। বিএসএমএমইউতে এসে রোগীরা যেন চিকিৎসা শেষে হাসিমুখে বাসায় ফিরে গিয়ে বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এজন্য রোগীদের পূর্ণাঙ্গ দায়িত্ব চিকিৎসক, কর্মকর্তা, নার্সসহ সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে। সোমবার বিএসএমএমইউর শহীদ ডাঃ মিলন হলে আলাদা আলাদাভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও নার্সদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। -বিজ্ঞপ্তি
×