ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‍কাউন্সিলর পদে একাধিক প্রার্থীই কাল হতে পারে আওয়ামী লীগের

প্রকাশিত: ০৫:২৯, ২১ এপ্রিল ২০১৫

‍কাউন্সিলর পদে একাধিক  প্রার্থীই কাল হতে পারে আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিজ দল আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। ফলে কাউন্সিলর নির্বাচিত হওয়ার মোক্ষম সুযোগ যেন এটিই। আর এ বিষয়টি বিবেচনায় রেখে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছেন অনেক প্রার্থী। বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগেরই দুই থেকে নয়জন পর্যন্ত প্রার্থী রয়েছেন। মহানগর আওয়ামী লীগে নেতৃত্বে বিভক্তির কারণে একক প্রার্থী প্রদানের চেষ্টা সফল হয়নি। তাই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। উদ্ভূত পরিস্থিতিতে একাধিক প্রার্থীই কাল হতে পারে ক্ষমতাসীন দলের। চসিক রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, কর্পোরেশনের শুলকবহর ওয়ার্ডে ১৩ প্রার্থীর ৯ জনই আওয়ামী লীগপন্থী। জামাল খান ওয়ার্ডেও একই অবস্থা। এখানে ৪ প্রার্থীর ৩ জন আওয়ামী লীগ ঘরানার। শুধু শুলকবহর আর জামাল খান ওয়ার্ডই নয়, আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৪১টি ওয়ার্ডের প্রায় সবকটিতে আওয়ামী লীগের রয়েছে একাধিক প্রার্থী। এতে কাউন্সিলর পর্যায়ে আওয়ামী লীগের ভরাডুবির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। অনেকে মনে করছেন, নির্বাচনে দলীয় একাধিক প্রার্থী কাল হবে নগর আওয়ামী লীগের। একক কাউন্সিলর প্রার্থী ঠিক করতে ব্যর্থতা প্রভাবিত করতে পারে মেয়র নির্বাচনেও। কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের নেতারা এক হতে না পারার সুবিধা নিচ্ছে বিএনপি। এতে কম ভোট পেয়েও নির্বাচনে তাদের জয়লাভের সম্ভাবনা বেশি। তবে বিষয়টিকে ঠিক ঐভাবে দেখছেন না মহানগর আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, একাধিক প্রার্থী কাল হবে না বরং একাধিক প্রার্থীর কারণেই দল মনোনীত মেয়র প্রার্থী বেশি ভোট পাবেন। ভোটাররা ঠিকই সম্ভাবনাময় শক্তিশালী প্রার্থীকেই শেষ পর্যন্ত বেছে নেবেন। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন এ প্রসঙ্গে বলেন, কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবে। প্রত্যেক দলীয় কাউন্সিলর প্রার্থীর ভোটাররা দল মনোনীত মেয়র প্রার্থী আ জ ম নাছিরকেই ভোট দিবে। তাই একাধিক প্রার্থী কাল হবে না বরং মেয়র প্রার্থীর জয়ে ভূমিকা রাখবে। বিশেষ করে মেয়র নির্বাচনের ক্ষেত্রে দলের একাধিক কাউন্সিলর প্রার্থী ক্ষতিকর হবে না বলে মনে করেন তিনি।
×