ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উদ্ধারকৃত বাংলাদেশী এখন ইতালির হাসপাতালে

প্রকাশিত: ০৫:২৬, ২১ এপ্রিল ২০১৫

 উদ্ধারকৃত বাংলাদেশী এখন ইতালির হাসপাতালে

জনকন্ঠ ডেস্ক ॥ ভূমধ্যসাগরে প্রায় ৭শ’ অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌযান থেকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশী অভিবাসী এখন কাতানিয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, উদ্ধারকৃত বাংলাদেশীর সঙ্গে তার কথা হয়নি তবে তিনি কাতানিয়াতে বাংলাদেশের অনারারি কনসালকে চিকিৎসাধীন ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তার অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে বলেছেন। খবর বিবিসি অনলাইনের। উদ্ধারকৃত ওই বাংলাদেশী আগে থেকেই শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন এবং ডুবে যাওয়ার পর শ্বাসকষ্ট কিছুটা বাডায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইতালি থেকে বিবিসির সংবাদদাতা জাানিয়েছেন। তবে ওই ব্যক্তি এখন সুস্থ বোধ করছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নৌযানটিতে আরও বাংলাদেশী ছিলেন কীনা এখন তার খোঁজ খবর নেয়া হচ্ছে। চলতি বছর এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে দেড় হাজার অভিবাসী ডুবে মারা গেছেন। ইতালির কর্তৃপক্ষ বলেছে, এখনও পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভূমধ্যসাগর দিয়ে অভিবাসীদের সমুদ্রযাত্রা একটা সঙ্কটময় রূপ পরিগ্রহ করায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান বলেছেন বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ এখন ইউরোপের জন্য একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ এই ট্র্যাজেডির পর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার লাক্সেমবার্গে বৈঠক করেছেন। চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত এই নৌপথে ডুবে অন্তত দেড় হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন।
×