ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ১২ রাজাকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

প্রকাশিত: ০৫:২৫, ২১ এপ্রিল ২০১৫

ময়মনসিংহে ১২  রাজাকারের বিরুদ্ধে  যুদ্ধাপরাধ  মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১২ জন রাজাকারের নামে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা হযেছে। সোমবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতে এ মামলাটি দায়ের করেছেন ধোবাউড়া উপজেলার জরিপাপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র আব্দুল হোসেন। মামলায় অভিযুক্তরা হচ্ছে- ধোবাউড়া উপজেলার জরিপাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র শামছুদ্দিন, মৃত খুশ মামুদের পুত্র ওয়াহেদ আলী, মৃত আরফান আলীর পুত্র আবুল হোসেন, মৃত কেরামত আলীর পুত্র আরমান আলী ও হরমোজ আলী, মৃত মালে হোসেনের পুত্র খমির উদ্দিন ও মফিজ উদ্দিন, নবী হোসেনের পুত্র আব্দুল হাদী, ঘোষগাঁও গ্রামের মৃত সাদির দেওয়ানির পুত্র আব্দুল খালেক, বালিগাঁও গ্রামের মৃত আছর আলীর পুত্র আব্দুর রশিদ কাউছা ও মৃত হাতেম আলীর পুত্র শাহাব উদ্দিন এবং চারুয়াপাড়া গ্রামের মৃত আতা আলী সরকারের পুত্র শামছুল আলম। অভিযুক্তদের বিরুদ্ধে একাত্তরের গণহত্যা, অগ্নি সংযোগ, লুণ্ঠন ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
×