ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন বিজেপি এমপি

প্রকাশিত: ০৪:৩৫, ২১ এপ্রিল ২০১৫

সোনিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ক্ষমা চাইলেন বিজেপি এমপি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ক্ষমতাসীন দল বিজেপির এমপি গিরিরাজ সিং। এ মন্তব্যের প্রতিবাদে সোমবার দ্বিতীয় দফার বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। খবর ওয়ান ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার। গিরিরাজকে ক্ষমা চাইতে হবে, এ দাবি তুলে এদিন বাজেট অধিবেশন শুরু হতেই মল্লিকার্জুন খাড়েগর নেতৃত্বে কংগ্রেস এমপিরা সরব হন। পাশাপাশি তারা গিরিরাজের ইস্তফার দাবিও করেন। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গিরিরাজের এ মন্তব্য শুধু এই দেশের নারীদের প্রতি নয়, প্রত্যেক নাগরিক এমনকি নাইজেরীয়দের প্রতিও অবমাননাকর। এ বিষয়ে কংগ্রেস এমপিরা প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করেন। এরপর ২০ মিনিটের জন্য লোকসভার অধিবেশন স্থগিত হয়ে যায়। আবার অধিবেশন শুরু হলে গিরিরাজ উঠে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে বলেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, গিরিরাজের এ ধরনের মন্তব্য কোনভাবেই কাম্য নয়। এরপর জমি বিলের বিরোধিতা করে লোকসভায় তুমুল হট্টগোল করতে থাকেন কংগ্রেস নেতারা। বিহার থেকে নির্বাচিত বিজেপির এমপি গিরিরাজ ১ এপ্রিল কংগ্রেস সভানেত্রীকে নিয়ে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে বিতর্ক তৈরি করেন।
×