ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হলোকাস্ট নিয়ে এফবিআই প্রধানের মন্তব্যে ক্ষুব্ধ পোল্যান্ড

প্রকাশিত: ০৪:৩৫, ২১ এপ্রিল ২০১৫

হলোকাস্ট নিয়ে এফবিআই প্রধানের মন্তব্যে ক্ষুব্ধ পোল্যান্ড

পোল্যান্ডের সঙ্গে নাৎসি অপরাধের সম্পৃক্ততা থাকতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমির এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে পোল্যান্ড। গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে কোমির লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়। সেই নিবন্ধের একটি মন্তব্য থেকেই এই বিতর্কের সূত্রপাত। খবর বিবিসির। কোমি ওই নিবন্ধে হলোকাস্ট বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদী নিধন প্রসঙ্গে বলেছিলেন, জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি বা আরও অনেক জায়গার হত্যাকারী ও তাঁদের সহযোগীরা মনে মনে বিশ্বাস করতেন, তাঁরা আদৌ খারাপ কিছু করছেন না। তাঁরা নিজেদের এটাই বুঝিয়েছিলেন যে, এটাই সঠিক কাজ। এই বক্তব্য প্রকাশ হওয়ার পরই পোল্যান্ডে প্রতিবাদের ঝড় ওঠে। পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রনিসø কোমোরোওস্কি এর প্রতিক্রিয়ায় পোলিশ টেলিভিশনকে বলেছেন, এই ধরনের মন্তব্য সঠিক তথ্য না জানারই পরিচয় দেয় এবং হাজার হাজার পোলিশকে অপমান করা, যারা ইহুদীদের সহায়তা করেছিলেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও স্বীকার করেছেন, নাৎসিদের অপরাধের জন্য পোল্যান্ডের লোকজনকে দায়ী করাটা একটি ‘অবমাননাকর ভুল’। তিনি পরিষ্কাার করে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ইহুদী নিধনযজ্ঞের দায় একমাত্র নাৎসি জার্মানদের। তবে তারপরও পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা মার্কিন রাষ্ট্রদূতকে সমন করে এফবিআই পরিচালকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে ৬০ লাখ পোলিশ নাগরিক নিহত হয় এবং এঁদের অর্ধেকই ইহুদী ছিলেন।
×