ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:৩১, ২১ এপ্রিল ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : বাংলা ১। ‘পঞ্চনারী পাদ্য’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ক) মীর মশাররফ হোসেন খ) বেগম রোকেয়া গ) কায়কোবাদ ঘ) সত্যজিৎ রায় ২। ‘আবে হায়াত’ উপন্যাসটির রচয়িতা কে? ক) জসীমউদ্দীন খ) আবুল মনসুর আহমদ গ) নজরুল ইসলাম ঘ) শওকত আলী ৩। ‘রয়েল বেঙ্গল রহস্য’ গদ্য গ্রন্থটির রচয়িতা কে? ক) সত্যজিৎ রায় খ) আবুল মনসুর আহমদ গ) শওকত আলী ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ ৪। ‘ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ’ গ্রন্থটির রচয়িতা ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ) ড. সুকুমার সেন ঘ) আলী আহসান ৫। ‘বেঙ্গল গেজেট’ পত্রিকাটি প্রকাশিত হয় ক) ১৮১৮ খ) ১৮৭২ গ) ১৭৮০ ঘ) ১৮৩৯ ৬। মধুসূদনের কোন কাব্যগ্রন্থটি অমিতাক্ষর ছন্দে রচিত নয়- ক) ব্রজাঙ্গনা খ) তিলোত্তমাসম্ভব কাব্যে গ) বীরাঙ্গনা ঘ) মেঘনাদবধ ৭। কল্লোল পত্রিকা প্রকাশিত হয় ক) ১৯৯২ সালে খ) ১৯২২ সালে গ) ১৯২৩ সালে ঘ) ১৯২৪ সালে ৮। মধুমালা নাটকটির রচয়িতা কে? ক) সজীম উদ্দীন খ) দীনবন্ধু মিত্র গ) কাজী নজরুল ইসলাম ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ৯। ‘তৃষ্ণা’ গ্রন্থটির রচয়িতা কে? ক) আনোয়ার পাশা খ) হুমায়ুন আহমদগ) জহির রায়হান ঘ) আহমদ শরীফ ১০। ‘প্রগতি ও কবিতা’ পত্রিকার সম্পাদক ছিলেন? ক) কাজী নজরুল ইসলাম খ) দীনেশরঞ্জন দাশ গ) বুদ্ধদেব বসু ঘ) জীবনানন্দ দাশ ১১। পাদটীকা ছোট গল্পটির লেখক ক) সৈয়দ মুজতবা আলী খ) সৈয়দ ওয়ালী উল্লাহ গ) প্রমথ চৌধুরী ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ১২। ‘জীবন কাব্য’ উপন্যাসটির রচয়িতা কে? ক) হুমায়ূন আহমেদ খ) শামসুর রাহমান গ) শামসুদ্দীন আবুল কালাম ঘ) কাজী নজরুল ইসলাম ১৩। চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম কোনটি? ক) মৌমাছি খ) জরাসন্ধ গ) কালকূট ঘ) নীহারিকা ১৪। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় ক) ১৯২৫ খ) ১৯২৬ গ) ১৯২৭ ঘ) ১৯২৮ ১৫। ‘ফার্স্টক্লাশ ভূত’ ছোটগল্পের লেখক ক) মুজতবা আলী খ) শওকত ওসমান গ) দীনবন্ধু মিত্র ঘ) প্রমথ চৌধুরী। ১৬। ‘মাধবীলতা’এর সমার্থক শব্দ কোনটি ক) ভৃঙ্গ খ) মৃগ গ) মাতঙ্গ ঘ) কুরঙ্গ ১৭। ‘সমাগম’ উপন্যাসের রচয়িতা ক) শওকত আলী খ) শওকত ওসমান গ) আনোয়ার পাশা ঘ) জহির রায়হান ১৮। বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ক) আরবি থেকে খ) ফরাসি থেকে গ) ফার্সী থেকে ঘ) উর্দু থেকে ১৯। ‘তিমিরান্তি’ গ্রন্থটির রচয়িতা কে? ক) অমিয় চক্রবর্তী খ) হুমায়ুন আজাদ গ) জীবনানন্দ দাশ ঘ) সিকান্দার আবু জাফর ২০। ‘কালিম ভাবনা’ প্রবন্ধের লেখক কে? ক) সৈয়দ আবদুল মান্নান খ) সৈয়দ আফরান হোসেন গ) ড. আহমদ শরীফ ঘ) ড. আনিসুজ্জামান ২১। “স্কুল >ইস্কুল” ধ্বনি পরিবর্তনের কোন নিয়মানুযায়ী হয়েছে। ক) আদি স্বরাগম খ) অন্ত স্বরাগম গ) অপিনিহিতি ঘ) ব্যানুন বিকৃতি ২২। ‘পুনরায়’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) পুনঃ+রায় খ) পুন +রায় গ) পুন +আয় ঘ) পুনঃ আয় ২৩। ‘জলধি’ কোন শব্দ? ক) যোগরুঢ় খ) রূঢ়ি গ) মৌলিক ঘ) যৌগিক ২৪। ‘বেতমিজ’ কোন তৎপুরুষ সমাজ? ক) ৬ষ্ঠী খ) ২য়া গ) ৩য়া ঘ) নঞ ২৫। ‘পা ধুইবার জল’ সংকোচন করলে কি হয়? ক) পঙ্কজ খ) পাদপ গ) প্রিয়ংবদা ঘ) পাদ্য উত্তর : ১। ক ২। খ ৩। ক ৪। খ ৫। গ ৬। ক ৭।গ ৮। ক ৯। গ ১০। গ ১১। ক ১২। গ ১৩। খ ১৪। খ ১৫। ঘ ১৬। ক ১৭। খ ১৮। গ ১৯। ঘ ২০। গ ২১। ক ২২। ঘ ২৩। ক ২৪। ঘ ২৫। ঘ
×