ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ এক ॥ ভাংচুর

প্রকাশিত: ০৪:২৮, ২১ এপ্রিল ২০১৫

বরিশালে আওয়ামী  লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ  এক ॥ ভাংচুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জের উলানিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। ভাংচুর করা হয়েছে একটি সিনেমা হল। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে দশটার দিকে। গুলিবিদ্ধ আ’লীগ নেতা আলতাফ হোসেন সরদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লার সঙ্গে গবিন্দপুর ইউনিয়ন আ’লীগের সহসভাপতি আলতাফ হোসেন সরদারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। চলমান বিরোধের জের ধরে রবিবার রাত সাড়ে নয়টার দিকে আলতাফ হোসেন সরদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা। এতে আলতাফ হোসেনের পায়ে তিনটি গুলিবিদ্ধ হয়। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আলতাফ হোসেনের সমর্থকরা জামাল মোল্লার সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ওই এলাকায় গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষ চলাকালীন সময় জামাল মোল্লার মেঘনা সিনেমা হলে হামলা চালিয়ে হলের চেয়ার, পর্দাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ রাত সাড়ে দশটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
×