ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রমিক দিবসে শ্রমিকদের অনুষ্ঠান ‘শ্রমিক উল্লাস’

প্রকাশিত: ০৪:২০, ২১ এপ্রিল ২০১৫

শ্রমিক দিবসে শ্রমিকদের অনুষ্ঠান ‘শ্রমিক উল্লাস’

অর্থনৈতিক রিপোর্টার ॥ গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপনকে উন্নত করার লক্ষ্যে শুরু হচ্ছে শ্রমিক উল্লাস নামে ব্যতিক্রমী এক আয়োজন। শ্রমিক উল্লাস অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিকদের জানানো হবে- কিভাবে একজন গার্মেন্টস শ্রমিক তার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে পরিপাটি জীবন কাটাতে পারে। অর্থাৎ সেখানে তার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে নানা পরামর্শ দেয়া হবে। এ অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে শ্রমিকরা ভবিষ্যতের জন্য নিজের ব্যক্তিগত বাজেট পরিকল্পনা করতে পারবে। তাদের অপচয়ের খাত চিহ্নিত করতে পারবে এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতকে সুরক্ষিত করতে পারবে। শ্রমিক উল্লাস শিরোনামে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বায়িং হাউস রেইমেন্ট অ্যাপারেলস লিমিটেড ও বিজ্ঞাপনী সংস্থা ট্রিটন। আগামী ১ মে, শ্রমিক দিবসে গাজীপুরে প্রথমবারের মতো শ্রমিক উল্লাস আয়োজন করা হচ্ছে। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য শ্রমিক উল্লাস অনুষ্ঠানে স্থানীয় গার্মেন্টস শ্রমিকরা অংশগ্রহণ করবে। এ অনুষ্ঠানটি পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং দেশের বাইরেও অনুষ্ঠিত হবে।
×