ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধনকুবের শিশু

প্রকাশিত: ০৬:১২, ২০ এপ্রিল ২০১৫

ধনকুবের শিশু

ইন্টারনেটের যুগে ব্যাপক জনপ্রিয় ইউটিউব। এটি বহু মানুষের বিনোদনের অন্যতম রসদ। এই ইউটিউবকে হাতিয়ার করেই ধনকুবের হয়ে উঠেছে মাত্র ৮ বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশু। একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থার সাম্প্রতিক তথ্য বলছে, ইউটিউবে সব থেকে বেশি দেখা হয়েছে অস্ট্রেলিয়ার চার্লির ভিডিও। জনপ্রিয়তার জেরে শিশুটি এই বয়সেই ইউটিউবে একটি চ্যানেল খুলে ফেলেছে। নাম ছঁববহংষধহফবৎ ঈযধৎষর’ং চ্যানেল। এই চ্যানেলটির গড় আয় প্রতিমাসে ১ লাখ ২৭ হাজার ৭৭৭ মার্কিন ডলার। মাসে গড় দর্শক সংখ্যা ২ কোটি ৯০ লাখ, যা গত মার্চে প্রায় ৩ কোটি ছুঁয়েছে। কিন্তু কী ভাবে? ৮ বছরের চার্লি ইউটিউবে শেখায়, খাবার কত রকমভাবে বেকিং করা যায়। এমনকি, বেকিং করা বিভিন্ন রান্নাও শেখায় ছোট্ট চার্লি। অল্প দিনেই চার্লির ভক্তকুল বাড়তে শুরু করে। এখন চার্লি ইউটিউবের সবচেয়ে ধনী তারকা। চার্লির বয়স যখন মাত্র ৬, তখন তার বোনের সঙ্গে মিলে বেকিং করার নানা ভিডিও আপলোড করা শুরু করে। ক্রমেই তার আয় বাড়তে থাকে। সমীক্ষায় দেখা গেছে, ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয় বিউটি, স্টাইল ও রান্নার ভিডিও। -সূত্র: ইয়াহু নিউজ
×