ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে আন্তরিক হোন ॥ শেখ হাসিনা

প্রকাশিত: ০৬:১০, ২০ এপ্রিল ২০১৫

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে আন্তরিক হোন ॥ শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন এবং শহর ও গ্রামের মানুষের মধ্যে আয় বৈষম্য হ্রাস দ্রুততর করতে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী রবিবার তাঁর তেজগাঁও কার্যালয়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশ দেন। উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শেখ হাসিনা বলেন, এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে তা অল্প সময়ের মধ্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খবর বাসসর। এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পরিকল্পনামন্ত্রী এএইচএম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলু, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, যুব প্রতিমন্ত্রী বিরেন শিকদার, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কামাল আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
×