ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:২৯, ২০ এপ্রিল ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৫.সমন্বিত মূলধন হিসাব হলো- র.অংশীদারদের মূলধন হিসাবের জের সমন্বয়কারী হিসাব রর. লাভ-ক্ষতি সমন্বয় বন্টন হিসাবের ডেবিট দফা সমন্বিত মূলধন হিসাব ক্রেডিটে স্থানান্তরের বিবরণী ররর. লাভ-ক্ষতি সমন্বয় হিসাবের ক্রেডিট দফা সমন্বিত মূলধন হিসাব ডেবিট করার বিবরণী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. প্রত্যক্ষ কাঁচামাল ১০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫,০০০ টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ৫০% হলে কারখানা ব্যয় কত? ক) ২৫,০০০ টাকা খ) ১৫,০০০ টাকা গ) ১৭,৫০০ টাকা ঘ) ২০,০০০ টাকা ১৭. যারা শেয়ার ক্রয় করে তারা কোম্পানির - র. মালিক রর. শেয়ারহোল্ডার ররর. মূলধনের যোগানদাতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. কোম্পানি আইনের কোন কোন ধারায় কোম্পানির হিসাবরক্ষণ ও আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত বিধি বিধান বর্ণনা করা হয়েছে? ক) ১০১ থেকে ১০৫ ধারা খ) ১৫১ থেকে ১৫৫ ধারা গ) ১৮১ থেকে ১৮৫ ধারা ঘ) ১৯১ থেকে ১৯৫ ধারা ১৯. তারল্য অনুপাত কী নির্দেশ করে? ক) ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা খ) ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা গ) ব্যবসায়ের উন্নয়ন ব্যয় পরিশোধের ক্ষমতা ঘ) ব্যবসায়ের দীর্ঘমেয়াদি দায় পরিশোধের ক্ষমতা ২০. জনাব আসিফ ৫০,০০০ টাকার পণ্য স্বপনের কাছ থেকে ক্রয় করে। ক্রয় চালানে অন্যান্য শর্তের সাথে ঈওঋ শব্দটি উল্লেখ ছিল। এর অর্থ হলো - র. পরিবহন খরচ ক্রেতা দিবে রর. পরিবহন খরচ বিক্রেতা দিবে ররর. বীমা খরচ বিক্রেতা দিবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. বোনাস শেয়ার ইস্যু করা হয় কাকে? ক) নতুন জনসাধারণকে খ) বর্তমান শেয়ার মালিকগণকে গ) উদ্যোক্তাকে ঘ) অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে ২২. আর্থিক বিবরণীর অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা - র. ব্যয় সংকোচন রর. আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রাথমিক পর্যায় ররর. সুনির্দিষ্ট আদর্শমানের অভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৩. মূলধনী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতিকে কী বলা হয়? ক) মূলধনী ক্ষতি খ) মূলধনী মুনাফা গ) আয় অর্জিত ক্ষতি ঘ) ব্যয় সম্পর্কিত ক্ষতি ২৪. ‘শেয়ার ও ঋণপত্রের বাট্টা’ - এর অবলোপিত অংশ কোন বিবরণীতে প্রদর্শিত হয়? ক) আর্থিক অবস্থার বিবরণীতে খ) নগদ প্রবাহ বিবরণীতে গ) বিশদ আয় বিবরণীতে ঘ) মালিকানাস্বত্ব বিবরণীতে ২৫. কার্যকরী মূলধন নির্ণয় করা হয় কেন? ক) ব্যবসায়ের পরিচালনায় পর্যাপ্ত নগদ অর্থের পরিমাণ জানার জন্য খ) ব্যবসায় পরিচালনায় দায়ের পরিমাণ জানার জন্য গ) ব্যবসায়ের মুনাফা জানার জন্য ঘ) ব্যবসায়ের আয়সমূহ জানার জন্য ২৬. চুক্তিতে উল্লেখ না থাকলে দুইজন অংশীদারের মধ্যে লাভ-ক্ষতি বন্টনের হার হবে কোনটি? ক) ১ : ১ খ) ২ : ১ গ) ১: ২ ঘ) ১ : ৩ ২৭. নির্দিষ্ট সময় শেষে সব মজুদের পরিমাণ গণনা করে পণ্যের অস্তিত্ব যাচাই ও মূল্য নিরূপণ করাকে কী বলে? ক) কালান্তিক মজুদ পদ্ধতি খ) প্রত্যক্ষ পদ্ধতি গ) অবিরত মজুদ পদ্ধতি ঘ) পরোক্ষ পদ্ধতি ২৮. মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করে দরপত্র ব্যয় বিবরণী প্রস্তুুত করতে হয়? ক) প্রত্যাশিত ক্ষতি খ) প্রত্যাশিত মুনাফা গ) সার্ভিস চার্জ ঘ) আয়কর ২৯. কোনটির ওপর কোম্পানির কর দিতে হয়?
×