ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ এফএ কাপ

সানচেজের নৈপুণ্যে ফাইনালে আর্সেনাল

প্রকাশিত: ০৫:২৬, ২০ এপ্রিল ২০১৫

 সানচেজের নৈপুণ্যে  ফাইনালে  আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। চিলির তারকা ফরোয়ার্ড এ্যালেক্সিস সানচেজের জোড়া গোলে শনিবার সেমিফাইনালে আর্সেনাল ২-১ গোলে পরাজিত করে দ্বিতীয় সারির দল রিডিংকে। এ নিয়ে রেকর্ড ১৯ বারের মতো এফএ কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে গানার্সরা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ইনজুরি সময় আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন সানচেজ। এর আগে গানার্সদের হয়ে প্রথম গোলটিও করেছিলেন সাবেক বার্সা তারকা। আগামী ৩০ মে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ এ্যাস্টন ভিলা ও লিভারপুলের মধ্যকার দ্বিতীয় সেমির বিজয়ী দল। রবিবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৪০ মিনিটে জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন সানচেজ। বিরতির পর ৫৪ মিনিটে ডান পায়ের ভলিতে ম্যাচে রিডিংকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার গ্যারেথ ম্যাকক্লেরি। ১-১ গোলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০৫ মিনিটে ডান পায়ের শটে আবারও দলকে এগিয়ে দেন সানচেজ। এই গোলেই শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত হয় আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালের।
×