ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৫:২৬, ২০ এপ্রিল ২০১৫

নেপালে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২০-২৫ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ। যেখানে খেলবে বাংলাদেশের প্রমীলারাও। আর সেই টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষেই রবিবার নেপালে পৌঁছেছে বাংলাদেশ দল। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে আছে শক্তিশালী ভারত এবং ভুটান। গ্রুপ ‘এ’ তে খেলবে ইরান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল। এএফসি অনুর্ধ-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপে সাত দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। সেক্ষেত্রে গ্রুপের একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের শেষ চারে খেলাটা নিশ্চিত। নেপালে যাওয়ার আগেই অনুর্ধ-১৪ বালিকা দল ৭টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। যেখানে জয়ের দেখা পেয়েছে ৫টিতে। আর ড্র করেছে বাকি ২ ম্যাচে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২১ এপ্রিল। প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এর পরের দিন তারা ভুটানের মুখোমুখি হবে।
×