ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চেন্নাইকেও উড়িয়ে দিল রাজস্থান

প্রকাশিত: ০৫:২৫, ২০ এপ্রিল ২০১৫

চেন্নাইকেও উড়িয়ে  দিল রাজস্থান

স্পোর্টস রিপোর্টার ॥ চেন্নাই সুপার কিংসকেও পাত্তা দিল না রাজস্থান রয়্যালস। আইপিএলে কাল টানা পঞ্চম জয়ের পথে চেন্নাইকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিল শেন ওয়াটসনের রাজস্থান। বিপরীতে চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১ ওভার ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আকাশে উড়তে থাকা রাজস্থান। দুটি দলই অপরাজিত থেকে মুখোমুখি হওয়ায় ম্যাচ ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। অথচ আরও ক্ষুরধার নৈপুণ্যে চেন্নাইকে নিয়ে ছেলেখেলাই করল ওয়াটসনবাহিনী! আগের চার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দল সতীর্থ স্মিথ। কালই প্রথম দলের সঙ্গে যোগ দেন ওয়াটসন। নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন অসি তারকা। মাত্র ৪৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন ওয়াটসন। সামনে থেকে নেতৃত্ব দেন। উদ্বোধনী জুটিতে অজিঙ্কা রাহানের সঙ্গে ১৬.১ ওভারে যোগ করেন ১৪৪ রান। মনে হচ্ছিল ১০ উইকেটের জয় পাবে রাজস্থান। কিন্তু একেবারে শেষ দিকে এসে স্পিনার রবিন্দ্র জাদেজার বলে বোল্ড হন ওয়াটসন। তবে ৫৫ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন অজিঙ্কা রাহানে। স্টাইলিশ ওপেনারের ইনিংসটি ছিল ৬ চার ও ২ ছক্কা দিয়ে সাজানো। চেন্নাইর হয়ে ১টি করে উইকেট নেন জাদেজা ও ডোয়াইন ব্রাভো। তার আগে মাত্র ৪ উইকেট পড়া সত্ত্বেও রাজস্থান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বড় স্কোর গড়তে পারেনি ধোনিবাহিনী। সর্বোচ্চ অপরাজিত ৬২ রান করেন পাঁচ নম্বরে নামা ব্রাভো। ক্যারিবিয়ান তারকার ৩৬ বলের ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কার মার। ওপেনিংয়ে নামা আরেক ক্যারিবিয়ান ডোয়াইন স্মিথ ২৯ বলে করেন ৪০ রান। ৩ চার ও ২ ছক্কায়। অধিনায়ক ধোনি ৩৭ বলে ৩১ রান রান নিয়ে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চারের মার। রাজস্থানের হয়ে অঙ্কিত শর্মা, ক্রিস মরিস, প্রবীন তাম্বে ও জেমস ফকনার প্রত্যেকে নেন ১টি করে উইকেট। ম্যাচসেরা হন অজিঙ্কা রাহানে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে রাহানের রান ০, ৪৭, ৪৬, ৬২ ও ৭৬*! অসাধারণ ব্যাটিং করছেন ভারত জাতীয় দলের ওপেনার। অধিনায়কের প্রশংসা কুড়িয়ে নেন তিনি। ওয়াটসন বলেন, ‘চেন্নাই খুবই ভাল দল। আগের সব ম্যাচেই জিতেছিল তারা। তবে আমরাও ভাল খেলেছি। প্রথমে বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেছে। পরে ব্যাট করাটা সহজ হয়ে যায়। আমি রান পেয়েছি। তবে রাহানের কথা আলাদা করে না বললেই নয়। আসাধারণ ব্যাটিং করছে সে। আশা করি টুর্নামেন্টের বাকি ম্যাচও ভাল করবে।’ প্রথম হারের তিক্ত স্বাদ পাওয়া চেন্নাই সেনাপতি ধোনির প্রতিক্রিয়া, ‘আহমেদাবাদের উইকেটে শুরুতে ব্যাটিং করাটা সহজ ছিল না। আমি নিজেও অনেক বল নষ্ট করেছি! আসলে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ব্যাটিং করতে পারিনি। কেবল ব্রাভোই ছিল পজেটিভ। রাজস্থানের মতো দলের বিপক্ষে ১৫৬ রান নির্ভরযোগ্য ছিল না। বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে। ভুল শুধরে পরের ম্যাচেই জয়ে ফিরতে চাই।’ স্কোর ॥ চেন্নাই ১৫৬/৪ (২০ ওভার; ব্রাভো ৬২*, স্মিথ ৪০, ধোনি ৩১*; মরিস ১/১৯, অঙ্কিত ১/১৬), রাজস্থান ১৫৭/২ (১৮.২ ওভার; রাহানে ৭৬*, ওয়াটসন ৭৬; জাদেজা ১/২৯)। ফল ॥ রাজস্থান ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রাহানে (রাজস্থান)।
×