ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ব্যাটারি রিক্সা চালুর দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৮, ২০ এপ্রিল ২০১৫

চট্টগ্রামে ব্যাটারি  রিক্সা চালুর  দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ব্যাটারিচালিত রিক্সা চালু করার দাবিতে রবিবার বিক্ষোভ সমাবেশ করেছে চালক-মালিক শ্রমিক লীগ। নগরীর ওয়াসা মোড় এলাকায় সড়ক অবরোধ করে পালিত এ কর্মসূচীতে যোগ দেয় হাজার হাজার চালক ও মালিক। এ সময় তারা মানবিক দিক বিবেচনা করে বন্দরনগরীতে ব্যাটারিচালিত রিক্সা চালানোর অনুমতি প্রদানের জোর দাবি জানান। সমাবেশে উপস্থিত প্রধান অতিথি সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে এ যানবাহন চালু করার ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। ব্যাটারিচালিত রিক্সা চালক-মালিক শ্রমিক লীগের এ সমাবেশটি অনুষ্ঠিত হয় বেলা ১২টার দিকে। মিছিল সহকারে এতে যোগ দেন চালক ও মালিকরা। বেলা পৌনে ১টার দিকে আন্দোলনকারীরা অবরোধ সৃষ্টি করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ হস্তক্ষেপ করতে চাইলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ার উপক্রম হয়। পরে সংগঠনের নেতাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি।
×